Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

শ্রীবরদী উপজেলায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ

ক্রমিক নম্বর

প্রকল্পের নাম

বাস্তবায়নকাল

প্রকল্পের আওতায়  শ্রীবরদী উপজেলায় বাস্তবায়নাধীন প্রধান কার্যক্রমসমূহ

 
 

 

 

 

সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প

 2019-2021

  • সামমারসিবল পাম্পযুক্ত গভীর নলকূপ স্থাপন-122টি।
  • এই প্রকল্পের আওতায় আরও 3টি প্যাকেজের কাজ চলমান আছে।

 

32টি পৌরসভায় পানি সরবরাহ ও এনভায়রনম্যান্টাল স্যানিটেশন প্রকল্প

2018-2021

  • প্রোডাকশন টিউবওয়েল স্থাপন- 2 টি;
  • টেস্ট টিউবওয়েল স্থাপন-2টি;
  • পাম্প হাউজ নির্মাণ-2টি;
  • পাবলিক টয়লেট নির্মাণ- 14টি;

 

পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্প।

2020-2021

  • ৬নং গভীর নলকূপ স্থাপন-04টি;
  • পাতকূয়া-02টি;
  • সাবমারসিবল পাম্পযুক্ত গভীর নলকূপ স্থাপন-10টি;

 

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-4 (সংশোধিত)*

2020-2021

  • প্রাথমিক বিদ্যালয়ে ওয়াসব্লক/টয়লেট  36টি স্কুলের কাজ খুব শীঘ্রই শুরু হবে।
  • (প্রকল্পের আওতায় ডিপিএইচই কর্তৃক গৃহীত কার্যক্রম)

 

 

       

*04নং প্রকল্পটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ে টয়লেট নির্মাণ এবং টিউবওয়েল স্থাপনের কাজ করা হচ্ছে